Wellcome to National Portal
Main Comtent Skiped

our achievement

আমাদের অর্জন সমূহ ঃ

 

  • উল্লেখযোগ্য হারে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বহির্বিশ্বে চাল রপ্তানী করা
  • খুচরা সার বিক্রেতা নিয়োগ করে কৃষকের দারগোড়ায় সার পৌছানো নিশ্চিত করণ
  • মান সম্মত বীজ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধিকরণ, ডিজিটাল কৃষি প্রবর্তন এমনকি গ্রাম পর্যায়ে কৃষি তথ্য ও যোগাযোগ স্থাপন
  • আউশ আবাদ বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা প্রদান
  • সেচ সুবিধা বৃদ্ধিকরণসহ সেচের জন্য বিদ্যুৎ ব্যবহারে ২০% ভূর্তকী প্রদান
  • ডাল, তেল, মসলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে ৪% হারে ঋণ প্রদান
  • ৩০% ভূর্তকীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ (মোহনপুর উপজেলায় ১৮ টি পাওয়ার টিলার প্রদান
  • ধান, পাটসহ বিভিন্ন ফসলের গবেষণায় ব্যাপক সাফল্য
  • আইপিএম ও আইএফএমসি প্রকল্পের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রশিক্ষণ প্রদান
  • গণমাধ্যমে কৃষি বিষয়ক তথ্য, অনুষ্ঠান, সংবাদ ব্যাপকভাবে সম্প্রচার
  • পতিত অনাবাদি জমি আবাদের আওতায় আনাঃ মৌসূমী পতিত জমির সর্বোচ্চ ব্যবহার করে অনাবাদি জমি আবাদের আওতায় আনা হয়েছে।
  • রাসায়নিক সারের মূল্য হ্রাসঃ চার দফায় সারের মূল্য হ্রাস করে সরকার কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসে।

 

ফলে ফসল উৎপাদনে সুষম সার ব্যবহার হচ্ছে এবং প্রতি বছর হেক্টর প্রতি ফলন বাড়ছে।

 

 

সারের নাম

পূর্ব মূল্য

বর্তমান মূল্য

ইউরিয়া

২২/-

১৬/-

টিএসপি

৭৫/-

২২/-

এমওপি

৬০/-

১৫/-

ডিএপি

৯০/-

২৫/-

 
  • বিগত ৫ বছরে মোহনপুর উপজেলায় কৃষি পূর্নর্বাসন ও প্রণোদনা প্রদানঃ

 

কৃষক সংখ্যা

১৫,৮৩০জন

ইউরিয়া

প্রতি জন ২০ কেজি

এমওপি

প্রতি জন ১০ কেজি

ডিএপি

প্রতি জন ১০ কেজি

বীজ

প্রতি জন ৫ /১০ কেজি

সেচ ও আগাছা দমন বাবদ নগদ টাকা

১,০৪,৯২,০০/-

 

 

  • মোহনপুর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ = ৩৭,১৮৬ টি

 

  • মোহনপুর উপজেলায় ১০ টাকার একাউন্ট খোলা হয়েছে = ১৫,৮৪০ জন কৃষকের

 

  • বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থান-
  • ফসলের জাত উদ্ভাবনের শীর্ষে
  • সবজি উৎপাদনে ৩ য়
  • চাল উৎপাদনে ৪র্থ
  • আম উৎপাদনে ৭ম
  • আলু উৎপাদনে ৮ম
  • মোট ফল উৎপাদনে ২৮ তম
  • পেয়ারা উৎপাদনে ৮ম
  • কৃষি তথ্যের ভান্ডার খ্যাত মোবাইল আ্যাপসঃ
  1. কৃষকের ডিজিটাল ঠিকানা
  2. কৃষকের জানালা
  3. বালাইনাশক নির্দেশিকা